যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি আব্দুর ওহাব গ্রেফতার

আরো পড়ুন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি মো: আব্দুর ওহাবকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৬, যশোর ও র‌্যাব-৪, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মো: আব্দুর ওহাব যশোর জেলার শার্শা থানার নাভারন রেল বাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকার রমনা থানার মামলা নং ৬১ (৭)২০১২, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩ (খ) মামলায় যাবজ্জীবন কারাদন্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের সাজা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ইং ১২ জুলাই ২০১২ তারিখে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ডিএমপি ঢাকার রমনা থানা এলাকা হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে রমনা থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় পাঁচ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। সে আরো জানায়, সীমান্তে বসবাস হওয়ার সুবিধায় খুব সহজে অল্প মূল্যে মাদকদ্রব্য ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি মূল্যে মাদক সরবরাহ/বিক্রি করে থাকতো।

গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উক্ত মামলায় জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল। তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার বাডডা ও আদাবর থানার ০২ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম. মঈন উদ্দিন বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে র‌্যাব জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র‌্যাব সবসময় সোচ্চার। আমরা আশা করি, র‌্যাবের এ অভিযান মাদক ব্যবসায়ীদের মধ্যে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।”

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ