বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি স্বর্ণ

আরো পড়ুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে। শনিবার চট্টগ্রাম বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণ উদ্ধার করেন।

এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (BG-152) ভেতর থেকে তল্লাশির মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা। যার পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।

এ ঘটনায় কাস্টমস গোয়েন্দা বিভাগের একটি মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এই ঘটনায় কাস্টমস গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। ফ্লাইটের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য সরকারের রাজস্ব হিসেবে গণ্য হবে।”

এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ