আবু সাঈদ শান্ত, বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ।
রবিবার (২৪ ডিসেম্বর) উপজেলার বাগআঁচড়া বাবু মার্কেটের সামনে থেকে এ ককটেল দুইটি উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা কালো টেপ মোড়ানো ককটেল দুইটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি ককটেল উদ্ধার করে।
ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তথ্য অনুসন্ধানের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
জাগো/আরএইচএম

