আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ পাঁচ জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভায় ভাষণ দেবেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তিনি এসব জনসভায় ভাষণ দেবেন।
রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির নির্বাচনি জনসভায় তিনি ভাষণ দেবেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা এসব জনসভায় আওয়ামী লীগের পক্ষে ভোট প্রার্থনা করবেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরবেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করবেন।
এর আগে বুধবার সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাগো/আরএইচএম

