নাশকতাকারীদের কবলে পড়ে গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আহত হয়েছে আরও ৫ জন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে ভাওয়াল, গাজীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশন থেকে কিছুটা দূরে এ দুর্ঘটনাটি ঘটে।
রেল কর্তৃপক্ষ সূত্র জানায়, বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেন গাজীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশন পার হয়ে কিছুটা দূরে ছিলাই বিল এলাকায় গেলে দুর্বৃত্তদের কেটে রাখা রেল লাইনের অংশে গেলে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।এতে ট্রেনের সাত টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এসময় বিকট শব্দে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশসহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতার কাজ শুরু করেন। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও এলাকার আসলাম (৩৫) নামে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়াও আরও ৫ জন যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে।
জয়দেবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শহিদুল্লাহ হিরু বিষয়টি নিশ্চিত করেছেন।
জাগো/এসআই

