শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের প্রধান প্রধান সড়কে বিজয় মিছিল বের করেন নেতৃবৃন্দ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে শেষ হয়।
এছাড়া ৮ থেকে ১২ ডিসেম্বর বিকাল টাউন হল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা অংশ নেবেন।
বিজয় শুভ যাত্রার অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোর’র ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।
তারা বলেন, বিজয়ের এই দিনে সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে আমরা মহান বিজয়ের গৌরব ও মহিমা স্মরণ করছি। এ উৎসব আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাহায্য করবে।
তারা আরও বলেন, সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীলতাকে তুলে ধরতে চাই।
জাগো/আরএইচএম

