আবহাওয়াবিদ মো. আব্দুর রহিম জানান, ডিসেম্বরের শেষদিকে রাশিয়া, মধ্য এশিয়া এবং পশ্চিম চীন থেকে শীতল বায়ু প্রবাহিত হতে পারে। এতে করে বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে তাপমাত্রা হ্রাস পাবে।
তাপমাত্রা হ্রাসের ফলে এসব অঞ্চলে রাতের বেলায় শীত অনুভূত হতে পারে। এছাড়া, সকালে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ডিসেম্বর মাসে আর কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
জাগো/আরএইচএম

