আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যশোরের ৬টি আসন থেকে ২৮ প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। সোমবার স্ব স্ব নির্বাচনী এলাকার উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র কেনেন এসব প্রার্থীরা।
যশোর-১ (শার্শা) আসন
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আসনটির বর্তমান এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী ২ জনসহ জাকের পার্টির সবুর খান।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসনটির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল ,আসাদুজ্জামান ও জাকের পার্টির সাফারুজ্জামান।
যশোর-৩ (সদর) আসন
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আসনটির বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ,কাজী আনিসুজ্জামান ও মুসলিমলীগের প্রার্থী মোহনা খাতুন।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসন
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল । স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দীন আল আজাদ ,তৃণমূল বিএনপির লেফটেনান্ট কর্ণেল এম শাব্বির আহমেদ জাতীয় পার্টির জহুরুল হক ,জাকের পার্টির লিটন মোল্ল্যা।
যশোর-৫(মণিরামপুর) আসনে
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আসনটির বর্তমান এমপি এবং সরকারের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ,হুমায়ুন সুলতান ,আমজাদ হোসেন লাবলু ,তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা।
যশোর-৬ (কেশবপুর) আসন
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আসনটির বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদার। স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ,কাজী রফিকুল ইসলাম ,হোসাইন মোহাম্মদ ইসলাম, এইচএম আমীর হোসেন।
তফশিল অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই। ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল দায়ের ও নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচারণা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ।

