যশোর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আবু মোর্ত্তজা ছোট সভাপতি ও শাহানুর আলম শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সমিতির এক নম্বর ভবনে উৎসব মূখর পরিবেশে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত। ভোটগ্রহণকে কেন্দ্র করে যশোরের গোটা আদালত পাড়া প্রার্থী ভোটার ও তাদের কর্মী সমর্থকের প্রচারণায় মুখরিত হয়ে ওঠে। ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সরব উপস্থিতি ছিল।
নির্বাচনে সভাপতি পদে আবু মোর্ত্তজা ছোট ৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম শাহীন পেয়েছেন ২৭৬ ভোট ।
এছাড়া দুটি সহ-সভাপতি মনজুর কাদের আশিক ২৭১ এবং গাজী মাহফুজুর রহমান ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
যুগ্ম-সম্পাদক পদে জুলফিকার আলী জুলু ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
দুটি সহকারী সম্পাদক পদে আফরোজা সুলতান রনি ২৮৪ এবং তাহমিদ আকাশ ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
গ্রহন্থাগার সম্পাদক পদে মুন্তাকিম মোস্তফা খান ২৮২ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া ৫টি নির্বাহী সদস্য পদে সেলিম রেজা ৩১৩, শাহনাজ সুলতান রিনা ২৬৬, জান্নাতুল ফেরদৌস ২৪৪, বোরহান উদ্দিন সিদ্দিকী ২৪৮ এবং মাহমুদ কবির কাকন ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।
ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসমত হাসার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৫৩৫ জন ভোটারের মধ্যে ৫২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

