আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৮ জন। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বর্তমান সংসদ সদস্য অধ্যাপক নাসির উদ্দিন।
এছাড়াও, সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, সদস্য মোস্তফা আশীষ ইসলাম, গিলবার্ট নির্মল বিশ্বাস, কামাল হোসেন বিশ্বাস, হারুন অর রশিদ, আসাদুজ্জামান, মঞ্জুনাহার নাজনীন সোনালী, আব্দুস সালাম, মনিরুল ইসলাম, তৌহিদুজ্জামান, এসএম হাবিবুর রহমান, মোস্তফা আনোয়ার পাশা, এবিএম আহসানুল হক, আব্দুল্লাহ আল মামুন ও আনোয়ার হোসেন।
যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ জন।
বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য ২০১৪ সালে এ আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন। এরপর ২০১৮ সালে তাঁকেই বেছে নেয় আওয়ামী লীগ। পরে তাঁকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
এখানে স্বপন ভট্টাচার্য ছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, কেন্দ্রীয় নেতা কামরুল হাসান বারী, প্রয়াত এমপি খান টিপু সুলতানের ছেলে যুবলীগের কেন্দ্রীয় নেতা হুমায়ুন সুলতান সাদাব, জয়দেব কুমার নন্দী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল ও নিতাই কুমার বৈরাগী।
সম্ভাব্য যশোর- ২ ও ৫ আসনের প্রার্থীরা দলের কাছে নিজেকে যোগ্য করে তুলতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন । তবে ,শেষ পর্যন্ত যিনি নৌকা পাবেন, তাঁর পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

