বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহরের সমকামিতা নিয়ে জল্পনা বহুদিন ধরেই চলছে। একাধিক পরিচালক ও অভিনেতার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠেছে।
তালিকায় রয়েছেন সুপারস্টার শাহরুখ খানও। তবে বরাবরই সমকামিতার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি করণ জোহর একটি ডেটিং অ্যাপে প্রেমিক খোঁজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, তিনি প্রেমিক হওয়ার অনুরোধ পাঠালেও বিপরীত দিক থেকে অনুরোধ কেউ গ্রহণ করেনি। ফলে বারবার খালি হাতে ফিরতে হয়েছে তাকে। পরে বুঝতে পারেন, সবাই ভাবছে কেউ হয়তো করণ জোহরের নাম নিয়ে ফেক অ্যাকাউন্ট খুলেছে। এরপর সেই ডেটিং অ্য়াপ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। তারপর আর ওই পথে পা বাড়াননি।
প্রেমিক নিয়ে এর আগেও কথা বলেছেন করণ জোহর। তিনি জানিয়েছিলেন, যে পুরুষের প্রেমে পড়েছিলেন সে তার পারবারিক বন্ধু। তিনি বলেছিলেন, ‘সেই ব্যক্তি আমার ও আমার অনুভূতির ওপর অনেক সংবেদনশীল ছিল। এমন একটা চেষ্টা চালিয়েছিল যাতে বিচ্ছেদের পরেও তাকে ভুল না বুঝি। সে এখনও আমার পরিবারের প্রিয় বন্ধু।’

