ক্যারিয়ারে ১০০০ গোল করার বাজি ধরলেন রোনালদো

আরো পড়ুন

জাতীয় দলের হয়ে ৩৮ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ারে গোল সংখ্যা এখন ৮৫৭টি। যেখানে আন্তর্জাতিক গোল ১২৫টি। তবে নামের পাশে এত গোল দেখেও শান্তি পাচ্ছেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

চলতি মৌসুমে দলটির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন। এখন ২০২৭ পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও শোনা যাচ্ছে। রোনালদো অবশ্য এতেই সন্তুষ্ট হচ্ছেন না। নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করে ছুঁতে চান ১ হাজার গোলের মাইলফলকও। এমনকি এ নিয়ে তিনি মজা করে একটি বাজিও ধরেছেন।

রোনালদো বাজিটি ধরেছেন এফসি পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। রোনালদো ক্যারিয়ারে এক হাজার গোল করার বাজি ধরতে চান কি না, পিন্তো সেটি জানতে চেয়েছিলেন। পর্তুগিজ মহাতারকা সাথেসাথেই চ্যালেঞ্জটি গ্রহণ করেন।

আলাপে রোনালদো পিন্তোকে বলেছেন, ‘এটা বেশ কঠিন। তবে এটা আমার মানসিকতার ব্যাপার এবং আমার জন্য অনুপ্রেরণারও। আমার শরীর যদি আমি যেমন চাই তেমন আচরণ করে, তাহলে দেখা যাক। ছোট ছোট ধাপেই আমাকে সেখানে পৌঁছাতে হবে। ১ হাজার গোলের লক্ষ্য অর্জন করতে আমাকে আগে ৯০০ গোল করতে হবে। আমার মনে হয় সে লক্ষ্যে আমি পৌঁছাতে পারব।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ