আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ যুব মহিলা লীগ যশোর জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি মূলক কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) বিকালে শহরের চিত্রা মোড়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। জেলা যুব মহিলা লীগের সভাপতি নঞ্জুন্নাহার সোনালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব মহিলা লীগের সহ-সভাপতি মীর্জা রাফিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার পলি, যুব মহিলা কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী তানবিন হক অরিণ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা অনু, কার্য নির্বাহী কমিটির সদস্য তামান্না পারভীন সুমি প্রমুখ।

