যশোরে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আরো পড়ুন

“প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষা : প্রজন্ম থেকে দায়বদ্ধতা” এ প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে এবং যশোরের স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা।

আরো বক্তব্য দেন ,অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান নাদুর হোসেন বিশ্বাস ,প্রবীণ শিক্ষাবিদ মশিউল আযম, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আতাহার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল, ডিএসবির ইন্সপেক্টর সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা আখতারুজ্জামান সিকদার।

এর আগে যশোর কালেক্টারেট চত্বর থেকে একটি র‍্যালি শহর প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ