মুক্তির ১১ দিনেই ৮০০ কোটির ঘরে জওয়ান

আরো পড়ুন

জওয়ান ঝড়ে কেবল বলিউড নয় কাঁপছে বিশ্বের বিভিন্ন দেশ। উল্টেপাল্টে যাচ্ছে বক্স অফিসের হিসেব-নিকেশও। মুক্তির প্রথম ১১ দিনেই বিশ্বজুড়ে আটশ’ কোটি রুপির ঘর ছাড়িয়েছে জওয়ান।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে। সোমবার অ্যাটলি পরিচালিত সিনেমাটি এই মাইলফল অর্জন করে। শাহরুখ খানের সাথে এই সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। আছেন বিজয় সেথুপাতিও।

টুইটারে মনোবালা জানিয়েছেন, জওয়ান আটশ’ কোটির এলিট ক্লাবে প্রবেশ করেছে। এ পর্যন্ত সিনেমাটির ১৩ লাখ ৯০ হাজার টিকেটের বেশি বিক্রি হয়েছে। হিন্দি ভার্সনে সিনেমাটির এখন পর্যন্ত ১৩ হাজার ৩১৭টি শো হয়েছে।

এদিকে ভারতে ‘জওয়ান’-এর মোট আয় এখন ৪৭৭.২৮ কোটি রুপি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ১১তম দিন ‘জওয়ান’ ভারতে ৩৬.৫০ কোটি আয় করেছে। ১১ দিনে শাহরুখ খান অভিনীত সিনেমাটির আয় প্রায় ৪৭৭.২৮ কোটি রুপি। এর মধ্যে কেবল হিন্দি ভার্সনেই ৪৩০ কোটি আয় করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ