হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক

আরো পড়ুন

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ডিএমপি কমিশনার কার্যালয়ে প্রবেশ করেন ছাত্রলীগ সভাপতি। তার কিছুক্ষণ পরেই ভেতরে প্রবেশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইনান।

ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষে দুপুর ২টার দিকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, যে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটেছে, এতে ছাত্রলীগের সবশ্রেণির নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনার আইনি প্রক্রিয়া যেন নিশ্চিত করা হয় এবং দায়ীদের বিরুদ্ধে যেন আইনি প্রক্রিয়া নিশ্চিত করা হয়, সেজন্য আমরা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে এবং আজ ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেছি।

তিনি বলেন, ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন, বিভাগীয় তদন্তের মাধ্যমে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে।

এ ঘটনায় কোনো মামলা করা হবে কিনা জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি জানান, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় মামলাতে নয়, ডিএমপির বিভাগীয় ব্যবস্থায় আস্থা রাখতে চাই আমরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ