দিনাজপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আরো পড়ুন

নিখোঁজের পরদিন দিনাজপুরের বিরলে পূনর্ভবা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক বিরল উপজেলার রাজারামপুর ইউপির মালঝাড় গ্রামের বীরেন চন্দ্র রায়ের ছেলে বন্ধন চন্দ্র রায় (২০)।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বিরলের পূর্ব রাজারামপুর এলাকায় নদী দিয়ে লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা লাশের স্বজনদের খবর দেয়। লাশের স্বজনেরা লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করে।

স্থানীয়রা জানায়, গত সোমবার দুপরে শ্রী শ্রী কান্তজিউ মন্দির থেকে যুগল বিগ্রহ নিয়ে পূনর্ভবা নদী দিয়ে নৌকাযোগে দিনাজপুর রাজবাড়ীর উদ্দেশ্যে সাধুর ঘাটে যাবার পথে ভদ্রবাজার ব্রিজের নিকট ৩ যুবক পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। সাথে সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরিদল ২ যুবককে জীবিত উদ্ধার করতে পারলেও যুবক বন্ধন চন্দ্র রায়ের কোন সন্ধান পায়নি। ঘটনাস্থল এবং আশ-পাশে কয়েকবার সন্ধান চালিয়েও ডুবুরিদল ব্যর্থ হয়। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে পূর্ব রাজারামপুর এলাকায় পূনর্ভবা নদী দিয়ে লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা লাশের স্বজনদের খবর দিলে স্বজনেরা লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করে।

খবর পেয়ে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তার হোসেন, বিরল উপজেলা অফিসার আফছানা কাওছার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজ দেবত্তর ট্র্যাষ্টির সদস্য রমা কান্ত রায়, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, বিরল থানা পুলিশসহ এলাকার জনপ্রতিনিধিরা মৃত যুবক বন্ধন চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের শান্তনা প্রদান করেনে।

রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশের সৎকার্য করার জন্য নগদ ২৫ হাজার টাকা মৃত যুবকের মা-বাবার হাতে দেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ