যশোর সদর উপজেলার ধোপাখোলায় ট্রেনের ধাক্কায় চাচা ভাইপো নিহত। যারা নিহত হয়েছেন তারা হলেন, ওই এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও মনিরুল ইসলামের ছেলে ইউসুফ (১৬ মাস)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে,আমিরুল ইসলাম মানসিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে তিনি তার ভাইপোকে কোলে নিয়ে ঘুরতে বের হন। ১২ টা ১০ মিনিটে তারা ধোপাখোলায় ট্রেন লাইন পার হচ্ছিলেন। ওইসময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই শিশু ইউসুফ নিহত হয়। স্থানীয়রা আহত আমিরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জিআরপির ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, মরদেহ দু’টি জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

