খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইমা (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) খুলনা সিভিল সার্জন অফিসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইমা বাগেরহাটের মোংলা উপজেলার আমরাতলা এলাকার ইউনুস আলীর মেয়ে।
খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর বাড়ি ফিরেছেন ১৪ জন। একইসময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৮৮ জন রোগী। চলতি বছরে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৯৫৩ জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন ৪ জন।

