সাতক্ষীরার কলারোয়ায় সুকান্ত বিশ্বাস (২৫) নামের এক কৃষি উপ-সহকারী কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
কান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে।
তিনি কলারোয়া কৃষি কর্মকর্তা কার্যালয়ে কর্মরত। স্থানীয়রা জানান, কলারোয়ার কলাগাছি মোড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন মা ও ছেলে। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠায় সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পায় তার মা।
আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ রাজু আহম্মেদ জানান, দুই মাস আগে যোগদান করে সুকান্ত বিশ্বাস। সে কেড়াগাছি ইউনিয়নের দায়িত্ব পালন করছিল। কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

