খুলনায় ৩ চিকিৎসক নিখোঁজ

আরো পড়ুন

খুলনায় তিন চিকিৎসক দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৮ আগস্ট) থেকে তাদের পাওয়া যাচ্ছে না। নিখোঁজ তিন চিকিৎসক হলেন, ডা. লুইস, ডা.তিশা ও ডা.শর্মিষ্ঠা। খুলনা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. শেখ বাহারুল আলম তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগে শুক্রবার (১৯ আগস্ট) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক ও খুলনা জেলা স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ইউনুস খান তারিমকে আটক করে ঢাকায় নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, নিখোঁজ চিকিৎসকরা ডা. তারিমের মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

স্বাচিপের একজন নেতা বলেন, ডা. লুইস, ডা.তিশা ও ডা.শর্মিষ্ঠা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সিআইডি তাদের মিথ্যা অভিযোগে আটক করেছে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, বর্তমানে আমি ছুটিতে রয়েছি। শুনেছি প্রশ্নপ্রত্র ফাঁসের অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ