শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

আরো পড়ুন

রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখী ধাক্কায় খোরশেদ আলি (৬০) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছে। শনিবার দুপুরে নাভারণ উত্তর বুরুজ বাগান তালতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলি ঝিকরগাছা উপজেলার ঢাকাপাড়া গ্রামের মোকছেদ আলী ব্যাপারীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রংয়ের কাজ করার জন্য শার্শার উত্তর বুরুজ বাগান যান খোরশেদ আলী। ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে পড়ে মারাত্মকভাবে আহত হয়।
এসময় অপরদিক থেকে আসা একটি নসিমন তাকে চাপা দেয়। এসময় স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার লক্ষিন্দার কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ