দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

আরো পড়ুন

১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে যশোর সদর উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কমসূচি পালিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদুজামান মিঠু।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজামান মিঠু বলেন, বিএনপি-জামায়াত এ দেশের মানুষের সুখ শান্তি নষ্ট করে দিয়ে এ দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। দেশের মানুষ যাতে শান্তিতে না থাকতে পারে তার জন্য জামায়াত- বিএনপি বিদেশী প্রভুদের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে অশান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষক তৎকালীন সরকার জামায়াত-বিএনপির মাস্টারমাইন্ড তারেক জিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

তিনি বলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কর্মসূচির ডাক দিবে, সেই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবীর।

বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ সভাপতি মাসুদুল হাসান, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ মো: ইব্রাহিম ও শাহাজাদা নেওয়াজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাত রহমান বাসিত, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাহামুদুল হাসান সুমন।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, সাবেক গ্রন্থনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন সাগর, সদস্য প্রদীপ দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এমএইচ সোহাগ, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, সদস্য কামরুজ্জামান কামরুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিবুল হাসান ঈমন, জুয়েল খান, সাবেক ছাত্র নেতা এস এম রয়েল, কাশেমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম মিন্টু ও যুগ্ম আহবায়ক বাবর আলী, ফতেহপুরের যুগ্ম আহবায়ক অনিক হোসেন, শহরের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক টুটুল হোসেন, ৫নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, ১নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক বাদশা মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা দীপংকর ঘোষ, কাজী রোনা, ইমরান, আননা, নূর হোসেন, বাবু, জিম, রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা এনায়েত হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন নেতা রাসেল, মইনুল, তারেক, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আল মামুন, আব্দুর রউফ প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ