যশোর শহরের খালধার রোডের বরফ কলের মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও গণভোজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও গণভোজ বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠু।
শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, সাবেক গ্রন্থনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন সাগর, সদস্য প্রদীপ দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, বাঘারপাড়া স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মাশরুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফত হোসেন বাসিত, ইমরান হোসেন, সৌমেন সাহা, আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার মিন্টু প্রমুখ।

