যশোর জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম জেলার আইন-শৃংখলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার ও অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় ১৩ আগষ্ট রাত ১০.৩০এ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই শাহিনুর রহমান, মফিজুল ইসলাম, পিপিএমসহ একটি চৌকশ টিম চাচড়া রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও চাঁদাবাজি মামলার পলাতক আসামী মারুফ হোসেন সাগরকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে চাচড়া রায়পাড়া প্রাইমারী স্কুল পাড়া জনৈক শাহিন এর ফাঁকা মাঠে বিদ্যুতের খুটির পাশে ঝোপের মধ্যে থেকে সাগর, প্রিন্স, রনি আনোয়ার এর রাখা ১টি বিদেশী পিস্তল ২ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
অবৈধ অস্ত্রগুলি সংক্রান্তে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনের ১৯ এ রুজু করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শংকরপুর জমাদ্দারপাড়া আশরাফুল হোসেন বিপ্লব এর কারখানায় অবৈধ অস্ত্র দিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য জুম্মানের নির্দেশে প্রিন্স, রনি বেনাপোল বড় আচড়া এলাকার ব্লেকার হিরো’র নিকট থেকে অবৈধ অস্ত্রগুলি সংগ্রহ করে ধৃত ও পলাতক আসামীরা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কাযক্রম পরিচালনা করে আসিতেছিল।

