কয়রায় চিংড়ি ধরার প্রস্তুতিকালে ৬টি নৌকা সহ ১৪ জেলে আটক 

আরো পড়ুন

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বানিয়াখালী স্টেশনের ভাগ্নেকাটি ভারানী খাল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সময় সুন্দরবনে প্রবেশ করার অপরাধে ১৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের স্বীকার মতে গহীন সুন্দরবনের মরজাত নদীর সংযোগ স্থান থেকে ৬ টি নৌকা সহ ৫ টি অবৈধ জাল ও ৫ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে। জানা গেছে বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ আবু সাঈদের নেতৃত্ব গতকাল ১৩ আগস্ট ভোররাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ রবিউল, মোহাব্বত আলী সরদার,মুহিদুল গাজী,সোবহান মোল্যা,মঞ্জুরুল ইসলাম, সাহেব আলী, তোফাজ্জেল,মোস্তফা শেখ,আমির আলী,কুরবান আলী,আঃ সবুর সানা,জসিম সরদার,হাফিজুল ও শাহাদাত গাজী। এরা সবাই কয়রা ও পাইকগাছা উপজেলার স্থানীয় বাসিন্দা। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ