নির্বাচন নিয়ে ‘বিশেষ বার্তা’ দিতে পারেন শেখ হাসিনা

আরো পড়ুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বৈঠকে বসছে শনিবার। সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত রবিবার গণভবনে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূলের নেতারা নানান অভিযোগ-অনুযোগ করেন। এর পরই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে বৈঠকে বসছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

দলটির নেতারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের ‘বিশেষ বার্তা’ দেবেন দলীয় সভাপতি। এছাড়া বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, তৃণমূলের অভ্যন্তরীণ বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকা, বিএনপিসহ বিরোধীদের আন্দোলন মোকাবিলাসহ নানা জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ