চুয়াডাঙ্গার জীবননগরে লাটা হাম্পারের ধাক্কায় হুমায়ুন কবির (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার পিয়ারাতলা বাসস্ট্যান্ডের নিকট জীবননগর-দর্শনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত হামিদুর রহমান ছেলে।
স্থানীয়রা জানায়, হুমায়ুন কবির মোটরসাইকেলযোগে তার শশুর বাড়ি কুষ্টিয়া থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে পিয়ারাতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে জীবননগর দিক থেকে ছেড়ে আসা লাটা হাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে হুমায়ুন কবির সড়ক ওপরে ছিটকে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। যশোরে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবেদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে অভিযোগের ভিক্তিকে আইনি ব্যবস্থা নেয়া হবে।

