খুলনা মহানগর পুলিশ বিশেষ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, ২৬ মামলার আসামি গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে গ্রেফতার করেছে। তিনি লবনচরা এলাকার আবুল হোসেনের ছেলে।
বুধবার (০৯ আগস্ট) পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার (০৮ আগস্ট) দিবাগত রাত ১টায় লবণচরা থানা পুলিশের একটি টিম বান্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ট্যারা মোস্তর নামে বিভিন্ন থানায় ৮টি হত্যা, ৪টি চাঁদাবাজি, ১টি অস্ত্র আইনেসহ ২৬টি মামলা রয়েছে।

