4যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শহীদ আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী স্মরণে ৯ আগষ্ট রাত ১২.০১ মিনিট প্রথম প্রহরে বেজপাড়া রানার অফিসের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠু নেতৃত্বে যশোর স্বেচ্ছাসেবক লীগ পরিবার।
উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সমীর কুন্ডু,সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোহাম্মদ ইব্রাহিম,শাহাজাদা নেওয়াজ,সদস্য কামরুজ্জামান কামরুল, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন, মহিবুল হাসান ঈমন, জোবায়ের হোসেন পান্না,৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সামসুর রহমান,৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী ও ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অনিক হোসেন সহ অনেকে।
এসময় স্হানীয় অনেক বিশিষ্ট ও গন্যমান্য ব্যক্তিত্ব ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

