কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবান পৌর এলাকার বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
রবিবার (৬ আগস্ট) দুপুরে বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ড এর কালাঘাটা বীর বাহাদুর নগর পাহাড় ধস ঘটে।
এতে রুমি আক্তার (২৮) নামে এক নারী গুরুতর আহত হন। এর পরপরই ৬নং ওয়ার্ড স্টেডিয়াম এলাকায় ফের পাহাড় ধসের আরেকটি ঘটনা ঘটে। এতে মো. রিদুয়ান (১৯) নামে আর এক যুবক আহত হন।
পাহাড় ধসের ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের পাহাড়ের মাটি সরিয়ে উদ্ধার করে এবং সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
বান্দরবানের সিভিল সার্জন ডা.মাহবুবুর রহমান পাহাড় ধসে আহত দুজনকে দেখতে ছুটে যান হাসপাতালে এবং তাদের শারীরিক অবস্থার কথা জানেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বান্দরবানে প্রবল বৃষ্টি হচ্ছে। যে কারণে বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। অন্যদিকে পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং চালাচ্ছে প্রশাসন।

