ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

আরো পড়ুন

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রুদ্র চন্দ্র সরকার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রুদ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

রুদ্রের সহপাঠী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্নব সরকার বলেন, গত ২২ তারিখে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয় রুদ্র। এরপর ক্লাস-পরীক্ষা শেষ করে বাড়ি চলে যায়। তার সাথে যোগাযোগ করার পর জানতে পারি রুদ্র রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

অর্নব আরো বলেন, গতকাল হাসপাতালে তাকে দেখতে গিয়ে জানতে পারি, তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। ডাক্তার জানিয়েছেন রুদ্র জটিলতা ও নিউমোনিয়ায় আক্রান্ত। সেই সঙ্গে তার ফুসফুসে পানি জমেছে। ওই মুহূর্তেই তাকে রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল রাতে তাকে ঢাকার ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ