আগামী ৭ আগস্ট আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসবে বাংলাদেশে। ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে ট্রফিটি। এর মধ্যে ট্রফিটিকে নিয়ে যাওয়া হবে পদ্মা সেতুতে। সমর্থকদের দেখার জন্যও রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। এসব বিষয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সুজন।
তিনি বলেন, আপনারা জানেন, আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি পাঠানো হচ্ছে। এর আগেও আইসিসি এই ধরনের কার্যক্রম করেছে। এটি বিশ্বকাপের আগে আইসিসির একটি ক্যাম্পেইন। আগামী ৭ আগস্ট ট্রফি আসবে বাংলাদেশে, ৯ তারিখে এটিকে নিয়ে যাওয়া হবে। এখন যে পরিকল্পনা, অবশ্যই আমরা একটি পাবলিক প্লেসে সাধারণ জনগণের দেখার জন্য ব্যবস্থা রাখব।
এর বাইরে আমাদের বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি আগ্রহী হয়, তাদেরকে দেখা ব্যবস্থা করা হবে। একই সঙ্গে মিডিয়াও।
আইসিসির চাহিদা থাকে যে দেশে ট্রফি যায় সেই দেশের আইকনিক স্থানে ফটোসেশন করানোর। সে কারণেই পদ্মা সেতুকে বেছে নেয়া হয়েছে বলে জানান সুজন। বিসিবির প্রধান নির্বাহী বলেন, এটা আইসিসিরই একটা চাহিদা যে, যেই দেশে ট্রফি যায়, সেই দেশের আইকনিক লোকেশনে একটা ফটোসেশন করা। এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন, পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, একটা আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপ ট্রফির একটা ফটো সেশনের ব্যবস্থা করা।
সমর্থকদের জন্য ট্রফি দেখার ব্যবস্থা করা হতে বসুন্ধরা শপিং সেন্টারে। সুজন বলেন, আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে একটি শপিং মলে এটি রাখার জন্য। আমরা এরই মধ্যে দুটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সম্ভবত বসুন্ধরা শপিং মলেই আমাদের পরিকল্পনা রয়েছে। এটা উনাদের সাপ্তাহিক একটা বন্ধের দিন আছে। হয়তো ওভাবে মানিয়ে নিয়েই আমাদের রাখতে হবে। সেক্ষেত্রে আমরা সম্ভবত ৮ বা ৯ তারিখের যে কোনো একটা সময়ে (শপিং মলে প্রদর্শনীর জন্য) দিয়ে দেব।

