স্বামীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী গ্রেফতার

আরো পড়ুন

চট্টগ্রামের আইনজীবী ওমর ফারুক বাপ্পি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও তার স্ত্রী রাশেদা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, আইনজীবী বাপ্পি হত্যা মামলার রায় ঘোষণার পর আসামি গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় রাশেদার অবস্থান নিশ্চিত হয় র‌্যাব। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিএমপি’র চকবাজার থানায় সোপর্দ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ নভেম্বর নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডের বাসা থেকে বাপ্পির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত আইনজীবীর বাবা আলী আহমদ বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৪ এপ্রিল ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ। ২০২০ সালের ১৫ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করেন আদালত। গত ২৬ জুলাই এ হত্যা মামলার রায় প্রদান করেন চট্টগ্রামের একটি আদালত। যাতে স্ত্রী রাশেদাসহ দুই জনকে মৃত্যুদণ্ড এবং তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ