বাগেরহাটে বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আরো পড়ুন

বাগেরহাটের মোরেলগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৮ জুলাই) থানায় মামলা করা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত তাওহীদ হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতার তাওহীদ হাওলাদার গজালিয়া গ্রামের আলামিন হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, ওই স্কুলছাত্রীর মা অসুস্থ হওয়ায় গত সোমবার (২৪ জুলাই) তার বাবার সঙ্গে ডাক্তার দেখানোর জন্য খুলনায় যান। এ সুযোগে গত রাত বৃহস্পতিবার ১১টার দিকে প্রতিবেশী তাওহীদ তাদের বাড়িতে ঢুকে ওই স্কুলছাত্রীর ফুফাতো ভাইয়ের হাত-পা বেঁধে ফেলে। পরে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে বিবস্ত্র অবস্থায় ফুফাতো ভাইয়ের পাশে দাঁড় করিয়ে তাওহীদ মোবাইল ফোনে ছবি ধারণ করে এবং কাউকে কিছু বললে তাদের এই ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে বাড়িতে এসে ঘটনা জানতে পেরে ওই ছাত্রীর বাবা মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

মোড়েলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আসামি তাওহীদকে গ্রেফতার করা হয়েছে। ওই ছাত্রীকে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ