জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষে

আরো পড়ুন

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতেই ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশেষ সাক্ষাৎকারে সিইসি এই তথ্য জানান।

তিনি বলেন, এটা অক্টোবরের আগে হওয়ার সম্ভাবনা নেই। অনুমান করে বলেছিলাম সেপ্টেম্বরে হতে পারে তফসিল। পরে দেখলাম এটা অক্টোবরের শেষের দিকে হবে।

সিইসি বলেন, আমরা পুরো কমিশন বসেই তারিখ নিয়ে আলাপ করবো। এখনো সে সময় আসেনি। তাছাড়া ভোট কবে হবে তা রোডম্যাপে স্পষ্ট আছে৷ রোডম্যাপ অনুযায়ী ভোট আয়োজন করা হবে বলেও জানান সিইসি।

নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত হয়ে গেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনটা কবে হবে। ওটা আমরা লিখিতভাবে জানিয়ে দিয়েছি আমাদের ওয়ার্ক প্ল্যানে। সেটা হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহ বা ডিসেম্বরের শেষ সপ্তাহ, সেটা আমাদের ঘোষণা আগে থেকেই দেয়া আছে।

সিইসি আরও বলেন, আমি কিন্তু অথরিটি না। এটা কমিশন অথরিটি। আমরা মিটিং করে সিদ্ধান্ত নিবো কখন করবো।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ