রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আরো পড়ুন

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আলম শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত না থাকার দায়ে জিয়াউর রহমান ও সিদ্দিকুর রহমান নামে দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় দেন। রায় প্রদানের সময় মূল আসামি আলম শেখ আদালতে উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. উজির আলী শেখ মৃত্যুদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আলম শেখ জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃত করিম শেখের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, পরিবারিক বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৩ মে নিজের স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর আলম শেখ পালিয়ে যায়। এ ঘটনার নিহতের ভাই আব্দুল হামিদ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিনের স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদলত এই রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. উজির আলী শেখ বলেন, এই মামলায় আমরা সন্তুষ্ট হয়েছি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ