যশোরে পল্লীবিদ্যুতের লাইন সংস্কারকালে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় শিক্ষানবিশ লাইনম্যান রমজান আলী(২৫) নিহত হয়েছেন। এ সময় আরো দুই লাইনম্যান আহত হয়েছেন। রোববার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রূপদিয়া নরেন্দ্রপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী শহরের পুলেরহাট এলাকার রেজাউল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন বিল্লাল হোসেন(২৭) ও ফারুক হোসেন(৩০)।
আহত ফারুক জানান, ‘যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ রূপদিয়া সাব স্টেশনের শিক্ষানবিশ লাইনম্যান রমজান আলী, লাইনম্যান বিল্লাল ও আমি রূপদিয়া রেলগেটে বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সাবস্টেশন থেকে বিদ্যুৎ লাইন চালু করে। তখন রমজান বিদ্যুৎপৃষ্ট হয়ে পুল থেকে সিটকে বেল্টে ঝুলতে থাকেন। এ সময় আমাদের দু’হাত এবং শরীরের কিছু অংশ ঝলসে যায়।’
স্থানীয়রা জানায়, এ ঘটনা দেখার পর তারা বিদ্যুৎ অফিসে খবর দেয়। আহত ও নিহতকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ডাক্তার জসিম উদ্দিন রমজানকে মৃত উল্লেখ করে লাশ ময়না তদন্তর জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এছাড়া বিল্লালকে হাসপাতালে ভর্তি করেন এবং জরুরি বিভাগ থেকে ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, যশোরে পল্লীবিদ্যুতের লাইন সংস্কারকালে বিদ্যুৎ সংযোগে একজন মারা গেছ। লাশ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

