বাসমতী ছাড়া অন্য সব ধরনের চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা ভারতের

আরো পড়ুন

বাসমতী ছাড়া অন্য সব ধরনের চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশের এমন সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে নতুন করে আবারো খাদ্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভারত সরকার জানায়, এবারের বর্ষায় ভারি বৃষ্টিপাতে তাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আবার গত এক মাসে দেশে চালের দাম তিন শতাংশ বেড়েছে। এ জন্য তারা চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে রফতানি প্রক্রিয়া চলমান রয়েছে এমন চালান ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করা যাবে। এ ছাড়া খাদ্যনিরাপত্তার জন্য কোনো দেশ চাল রফতানির অনুরোধ করলে বিশেষভাবে অনুমতি দিতে পারবে সরকার।

রয়টার্সের খবরে বলা হয়, বিশ্ববাজারে ৪০ শতাংশের বেশি চালের জোগান দেয় ভারত। ভারতের এ নিষেধাজ্ঞা দেয়ার পর এখন অন্য কোনো দেশ সরবরাহ কমালেই বিশ্ববাজারে খাদ্যের মূল্যস্ফীতি বাড়বে। এমনিতেই ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে চালের দাম বেশি।

গত বছর ২ কোটি ২০ লাখ টন চাল রপ্তানি করেছিল ভারত। এর মধ্যে নন-বাসমতী সাদা ও ভাঙা চাল ছিল প্রায় এক কোটি টন। তবে এবারের নিষেধাজ্ঞার আওতায় আধা সেদ্ধ চাল পড়বে না। গত বছর ৭৪ লাখ টন এ ধরনের চাল রপ্তানি করেছিল ভারত।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ