বাগেরহাটে বিধবা নারীকে গলাকেটে হত্যা

আরো পড়ুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় কিছমত জামুয়া গ্রামে এক বিধবা নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আম্বিয়া বেগম (৪৫) কিসমত জামুয়া গ্রামের মৃত সেকান্দার আলী খানের স্ত্রী।

নিহত আম্বিয়া বেগমের বাদশা খান নামে ২০ বছরের এক ছেলে রয়েছে।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহজাহান আলী জানান, শুক্রবার দিবাগত রাতে বলইবুনিয়া ইউনিয়নের কিছমতজামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার বেলা ১০টার দিকে আম্বিয়া বেগমের স্বজনেরা এ খবর জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ