বিপুল ভোটে বেনাপোলে নৌকার জয়

আরো পড়ুন

যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নাসির উদ্দিন। নির্বাচনে নৌকা ১৩ হাজার ২৬৫ ভোটে জয় লাভ করেন। তার নিকটতম মোবাইল ফোন প্রতীক প্রার্থী মফিজুর রহমান সজন পেয়েছেন ৩৮২৫ ভোটে পরাজিত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এক যুগ পর যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ভোট শুরু হয়ে বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়। শুরু থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের বিপুল উপস্থিতি ছিল। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে, ইভিএম নিয়ে অনভ্যস্ততার কারণে কোন কোন কেন্দ্রে ভোটদান কার্যক্রম ধীরগতিতে চলছে বলে ভোটারদের অভিযোগ ছিল।

বিজয়ী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নাসির উদ্দিন বলেন, কিছু সমস্যা বাদ দিলে সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে। জয়ের ব্যাপারে প্রথম থেকে শতভাগ আশাবাদ ছিলাম। ভোটগণনা শেষে তার ফলাফল পেয়েছি। জনসাধরণে ভোটে আমি জয়ী হয়েছি। তার প্রতিদান আমি দিবো বেনাপোলবাসীকে। এক যুগ পর এই নির্বাচন হয়ে বেনাপোলবাসী আনন্দিত।

যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে বেনাপোল পৌরসভার ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে নৌকার প্রার্থী নাসির উদ্দিন জয়ী হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ