আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ।
শনিবার (১৫ জুলাই) দুপুরে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করতে চায় জানিয়ে নাছিম বলেন, সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করতে চায় বিএনপি। কিন্তু এদেশের মানুষ এটা কখনোই মেনে নেবে না। তাই বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৫ জন প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। যাচাই-বাছাই করে কয়েকদিন পর কমিটি ঘোষণা করা হবে বলে সম্মেলন শেষে জানানো হয়।

