বেনাপোল আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল থেকে ভুয়া পুলিশ ধরা

আরো পড়ুন

যশোরের বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের ভেতর থেকে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করেন আর্মস পুলিশ ব্যাটালিয়ন পুলিশের সদস্যরা।

আটককৃতের নাম শান্ত। এসময় তার কাছে থাকা পুলিশ বাহিনীর একটি নকল পরিচয়পত্র উদ্ধার হয়।

শান্ত নওগাঁ জেলার মান্দা গ্রামের সেতাব উদ্দিনের ছেলে।

বেনাপোলের আর্মস পুলিশের নায়েক সুজন বলেন, টার্মিনাল এলাকায় তাকে পুলিশের পোশাকে এলোমেলোভাবে ঘোরাফেরার কারণে সন্দেহ হয়। এক পর্যায়ে তাকে চ্যালেঞ্জ করে পরিচয়পত্র চাওয়া হয়। এসময় যাচাই বাছাই করলে দেখা যায় সে কোন পুলিশ বাহিনীর সদস্য নয়। সে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করে ও বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে থাকে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই ঝন্টু বলেন, শান্তকে পুলিশের পোশাক এবং ভুয়া পরিচয়পত্র নিয়ে পরিচয় দেয়ার জন্য আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ