বিলম্বে ছাড়ছে ট্রেন; ভোগান্তিতে যাত্রীরা

আরো পড়ুন

ঈদুল আজহা উপলক্ষ্যে ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সড়কে যানজটের ভয়ে অনেকে ট্রেনে বাড়ি ফিরছেন। তবে ঈদযাত্রায় গত তিনদিন নির্ধারিত সময়ে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেলেও মঙ্গলবার (২৭ জুন) তা ধরে রাখতে পারেনি।

এদিন সকালে কয়েকটি ট্রেন বিলম্বে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। আর এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা যায়, দিনের শুরুর প্রথম আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বে রাজশাহীর উদ্দেশে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। নীলসাগর এক্সপ্রেসের ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২ ঘণ্টা ৯ মিনিট বিলম্বে ছেড়ে যায় সকাল ৮টা ১৭ মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস ৮টা ১৫ মিনিট ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছাড়ে ৯টা ১০ মিনিটে।

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, আমাদের এখান থেকে ট্রেন বিলম্বে ছাড়ার কোনো কারণ নেই। ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনে আসতে বিলম্ব করছে। তাই ছাড়তেও বিলম্ব করছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ