২০ দিন পর আবার উৎপাদনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

আরো পড়ুন

২০ দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। রবিবার (২৫ জুন) বিকেলে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন কার্যক্রম শুরু হয়।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে ৭ লাখ টন কয়লার এলসি খোলা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি আর কয়লা সংকটে পড়বে না।’

এর আগে, গত ৫ জুন (সোমবার) কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পরে কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হয়।

গত বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে কয়লা নিয়ে ‘এমভি অ্যাথেনা’ নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। ওই দিন সকাল থেকে শুরু হয় খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে আসে।

বিদ্যুৎকেন্দ্রটি এই প্রথমবারের মতো দেশি প্রকৌশলীরা চালু করেছেন বলে জানা গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ