ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩

আরো পড়ুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে এলাকায় পৃথক দুর্ঘটনায় পুলিশের এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

রবিবার (২৫ জুন) পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ও সকালে এই দুটি ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র থেকে জানা গেছে, রবিবার ভোর ৫টায় মুন্সীগঞ্জের শ্রীনগরে শেখ রাসেল সেনানিবাসের সামনে দোগাছি এলাকায় একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে পিকাপ ধাক্কা দিলে তিনজন আহত হন। এ সময় তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন নিহত হন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

এদিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস চাপায় ট্রাকিফ পুলিশ কনস্টেবলসহ এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার সকাল সাড়ে ৯টায় পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার অদূরে পদ্মা সেতু উত্তর থানা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম মোতালেব, নারীর নাম জানা যায়নি। গুরুতর আহত দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, রবিবার সকালে ঢাকা থেকে শরীয়তপুর অভিমুখে যাচ্ছিল মাইক্রোবাসটি। এ সময় পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতির গাড়িটি হঠাৎ বেপরোয়াভাবে মোড়ে দাড়িয়ে থাকা পথচারী নারী ও দায়িত্বরত পুলিশ সদস্যসহ আরো দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় পুলিশ সদস্য মোতালেবের। আহত দুজন চিকিৎসাধীন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রবিবার সকালে ঘটনাস্থলে এক নারী নিহত হন এবং শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কনস্টেবল মারা যান। মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে গিয়েছে মাইক্রোবাসের চালক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, রবিবার ভোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছে আরো দুইজন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ