যশোরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আরো পড়ুন

যশোরের শার্শায় সাপের কামড়ে সাহারা খাতুন (১১) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। এ ঘটনাটি ঘটে সোমবার দিনগত রাতে উপজেলার গোড়পাড়া বড়বাড়িতে।

মঙ্গলবার যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রীর মৃত্যু হয়। শাহারা গোড়পাড়া বড়বাড়ির নাসির উদ্দীন ওরফে টিপুর মেয়ে।

সাহারার পিতা নাসির উদ্দীন বলেন, আমি চাকরির কারণে বেনাপোলে থাকি। সাহারা ফোন করে আমাকে বাড়িতে আসতে বলে। এ জন্য সোমবার বাড়িতে আসি। ওই দিন রাতে খাওয়া-দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে হঠাৎ সাহারা তার দাদিকে বলেছিল, ‌দাদি আমাকে কিসে যেন কামড় দিয়েছে।  তখন আমি ঘর থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে দেখি ফ্রিজের পাশে সাপ। তখন আমরা নিশ্চিত হই সাপে কামড় দিয়েছে। সাথে সাথে সাপটি মেরে ফেলা হয়। তবে কি সাপ ছিল সেটি বুঝতে পারিনি।

তিনি বলেন, এরপর দ্রুত কবিরাজ জয়দেবকে ডেকে আনি। কবিরাজের ঝাড়ফুঁকের পরেও অবস্থার অবনতি হলে তিনি সাহারাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। ভোর ৫টার দিকে শাহারাকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে শাহারার মৃত্যু হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ