হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা নীলগঞ্জ মহাশশ্মান পূজা মন্দির প্রাঙ্গনে ছিল ভক্তবৃন্দদের ভিড়। সকাল থেকে মন্দির প্রাঙ্গনে আসতে থাকে ভক্তবৃন্দ। ভক্তবৃন্দ জগন্নাথদেবের রথটেনে তাঁর চরণে শ্রদ্ধা নিবেদন করে। এ মন্দিরে দুপুরে জগন্নাথদেবের রথ টেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ও নীলগঞ্জ মহাশশ্মান কমিটির সদস্যবৃন্দ।
যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন
যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০জুন) দুপুরে নীলগঞ্জ মহাশশ্মান প্রাঙ্গনে যশোর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ জগন্নাথদেবের সাজানো রথ টেনে পূণ্য কামনা সম্পন্ন করেন।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা হলো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব। রথযাত্রাজুড়ে বসে মেলা। নীলগঞ্জ মহাশশ্মান প্রাঙ্গনে ছিল ভক্তবৃন্দ ও দার্শনার্থীদের উপচেপড়া ভিড়। সব মিলিয়ে রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ। আগামী ২৭ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
এসময় উপস্থিত ছিলেন যশোরে বিশিষ্ট ব্যবসায়ী ও ঈগল পরিবহনের মালিক পবিত্র কাপুড়িয়া, নীলগঞ্জ মহাশশ্মান কমিটির সভাপতি সুখেন মজুমদার, যশোর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, পূজা উদযাপন পরিষদের নেতা মিলু সরকার, শ্যামল ঘোষ, উত্তপাল ঘোষ, অসীম কুমার আচার্য, প্রদীপ কুমার মহন্তসহ শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

