চলতি মাসের ২৯ বা ৩০ তারিখ দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আর প্রবাসী আয়ে সেটির প্রভাব পড়েছে। বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ২১৬ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা)।
রবিবার (১৮ জুন) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চলতি জুন মাসের প্রথম ১৬ দিনের হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে বৈদেশিক আয় এসেছে ৭ কোটি মার্কিন ডলার। এই হিসেবে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ব্যাংকাররা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের ১৬ দিনের হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে বৈদেশিক আয় এসেছে ৭ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৫০ ডলার। যা আগের মে মাস ও গত বছরের জুন মাসের একই সময়ের চেয়ে বেশি। আগের মে মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৫ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৬৬৬ মার্কিন ডলার। আর গত বছর জুন মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৬ কোটি ১২ লাখ ৪২ হাজার ৩৩৩ ডলার।
চলতি মাসের ১৬ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৭২ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৯২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৫ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
গত ২০২১-২০২২ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে, ২০২০-২১ অর্থবছরে এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

