বুকে ব্যথা অনুভব করায় চিকিৎসকের পরামর্শে ৪ দিন হাসপাতালে থাকার পর ছাড়পত্র পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (১৭ জুন) এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
গত সোমবার মধ্যরাতে খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত দেড়টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কিছু পরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এই চিকিৎসক খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান।

